- By Admin |
- (20) Comments
A process behind app
May 24, 2017Lorem Ipsum is simply dummy text of the printing and typeseg indury Lorem Ipsum e printing and has been the industry's standard dummy text ever since the.
চেঞ্জ এজেন্ট গেইম খেলে কৈশোর বা বয়ঃসন্ধিকালীন সময়ে তোমরা শারিরীক ও মানসিক স্বাস্থ্যের সংবেদনশীল এবং অপরিহার্য বিষয়গুলো সম্পর্কে জানবে এবং সঠিকভাবে নিজের যত্ন নিবে। এখানে সুষম খাদ্য, পুষ্টি, কুসংস্কার, বন্ধুদের সাথে সম্পর্ক-আচরণ, খাদ্যাভাস এবং শারিরীক ও মানসিক স্বাস্থ্য পরিচর্যার বিষয়গুলো খেলতে খেলতেই জানা যাবে।
চেঞ্জ এজেন্ট গেইমটির মাধ্যমে নতুন তথ্যের পাশাপাশি তুমি বুঝতে পারবে কৈশোর বয়সে চারপাশের পরিবেশের সাথে আমাদের মমনের পরিবর্তনের সম্পর্ক। এই সম্পর্ককে ঘিরে সমাজে প্রচলিত আছে নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা। চেঞ্জ এজেন্টের মাধ্যমে তুমি ভ্রান্ত ধারনাকে ভেঙ্গে যৌক্তিকভাবে নতুন করে ভাবতে শিখবে।
চেঞ্জ এজেন্ট গেইমের কন্টেন্টগুলো তোমাদের বয়সপোযোগী এবং পাঠ্যপুস্তক অনুরসণ করে তৈরি। গেইমটি তৈরির সময় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ডিজাইনার, গেইম ডেভেলপার, ভিজ্যুয়াল আর্টিস্ট এবং কিশোর-কিশোরী বন্ধুরাও যুক্ত ছিল। তাই, গেইমটি তুমিত খেলবেই, সব বন্ধুদেরও খেলতে উদ্বুদ্ধ করবে। এস, সবাই মিলে সুন্দর ভবিষ্যত গড়ি।
ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে আমাদের দৈনন্দিন জীবন এবং আচরনে অনেক পরিবর্তন এসেছে।
পরিবর্তন এসেছে শেখার বা জানার ক্ষেত্রেও। কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে
আমরা প্রতিনিয়ত শিখছি টেলিভিশন, পত্রিকা বা ইন্টারনেট থেকে। পড়াশোনা এখন মুখস্থ নির্ভর
বা কঠিন বিষয় নয়, বরং আরও বেশি উদ্দীপনা, অনুসন্ধান এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখার বিষয় ।
‘চেঞ্জ এজেন্ট’ এই ধরণের একটি গেইম ভিত্তিক শেখার মাধ্যম। ইউনিসেফের সহযোগিতায়
বিশেষজ্ঞদের পরামর্শে গেইমটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য। যেন কৈশোর বা বয়ঃসন্ধিকালীন
সময়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় তথ্য বা উপায়সমূহ তোমার হাতের
মুঠোয় থাকে। গেইমে এমন একটি ভ্রমণের মধ্য দিয়ে তুমি যাবে যে ভ্রমণটি তোমাকে বিভিন্ন রকম
বাস্তব সমস্যার মুখোমুখি দাড় করাবে। সমস্যাগুলোর সমাধান করে করে তুমি এগিয়ে যাবে।
গেমনটি প্রতিযোগিতামূলক নয়, সহযোগিতামূলক। কারো সাথে প্রতিযোগীতা নয়, বরং নিজের সাথে
নিজে প্রতিযোগিতা করে তুমি সামনে এগিয়ে যাবে। অনেক পয়েন্টস সংগ্রহ করবে। নিজের পরিবর্তন
সম্পর্কে সঠিক তথ্য জানার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বৃদ্ধি পাবে। গেইমটি খেলার
সময় খেয়াল রাখবে দীর্ঘ সময় একটানা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে থাকা
স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই গেইমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমরা বিরতি দিয়েও
খেলতে পারবে। একটি ধাপ শেষ করে বিরতি দিয়ে আবার পরের ধাপ থেকে শুরু করতে পারবে। গেইমের
মাঝখানে আছে বই পড়ার সুযোগ। কিছু মজার বই এর পিডিএফ ভার্সন দেয়া আছে। সেগুলোও পড়ে নিতে
পারো। আশা করি গেইমটি খেলে তোমরা নিজেরাই হয়ে উঠবে চেঞ্জ এজেন্ট।
App Download
Free Download
Return Customers
Best Awards
তোমার ইমেইল দাও